স্টাফ রিপোর্টার: ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগর থেকে ১৮১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার দেওয়ান রফিকুল আনোয়ার জানান, গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনা থেকে দুটি ট্রলারসহ তাদের আটক করা হয়। ট্রলার দুটিতে করে তাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছিলো। তাদের মধ্যে নারীও রয়েছেন। আটকদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন কোস্ট গার্ড সদস্যরা। সেখানেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।