দামুড়হুদা উপজেলা নির্বাচনে আ.লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু
চেয়ারম্যান পদে ২ ভাইস চেয়ারম্যানে ৪ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটার হাউলী ইউপি চেয়ারম্যান মাও. আজিজুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে দর্শনা পৌর জামায়াতের আমির দর্শনা শ্যামপুরের ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল কাদের, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা আ.লীগ নেত্রী রওশন আকবর লাইলী এবং বিএনপি নেতা কার্পাসডাঙ্গা কোমরপুর গ্রামের মৃত নস্কর চেয়ারম্যানের ছেলে রবিউল হোসেন শুকলাল মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত দলীয় কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। গত সোম ও মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে ওই ৬ প্রার্থী তাদের নিজ নিজ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, নাজির হামিদুল ইসলাম প্রমুখ।