দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চণ্ডিপুর স্কুলপাড়ার আবুল কালামের দু ছেলে এলাকার চিহ্নিত গাঁজা বিক্রেতা বুদো ও বিশে প্রতিবেশী সামাদ নামের এক নিরীহ কৃষককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। সেইসাথে আহত কৃষকের কাছে থাকা ১৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আলুর জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ওই কৃষকের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। আহত কৃষক বাদী হয়ে ওই দুজনের নামে দামুড়হুদা থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।