ঝিনাইদহে এক মঞ্চে জনতার মুখোমুখি তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন

 

ঝিনাইদহ অফিস: এক মঞ্চে দাঁড়ালেন ঝিনাইদহ সদর উপজেলার তিন চেয়ারম্যান প্রার্থী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকলে ‘সঠিক প্রার্থী নির্বাচন’ শীর্ষক গণসচেতনতামূলক অনুষ্ঠানে একসাথে উপস্থিত হন তারা।

এক মঞ্চে হাতে হাত ধরে সুধীজনের সামনে প্রত্যেকেই অঙ্গীকার করেন, উপজেলাবাসী যাকেই নির্বাচিত করবেন তিনিই সকল নাগরিক সুবিধা প্রদানে সদা সচেষ্ট থাকবেন। এছাড়া তারা দুর্নীতিমুক্ত, সুস্থ পরিবেশ, মাদক ও ইভটিজিংমুক্ত সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছ, জবাবদিহি, নাগরিকবান্ধব ও কার্যকর একটি আধুনিক উপজেলা পরিষদ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। দু ঘণ্টাব্যাপি অনুষ্ঠানে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থক কনক কান্তি দাস (কাপ-পিরিচ), বিএনপি সমর্থক আব্দুল আলীম (আনারস) ও জাতীয় পার্টির সমর্থক হারুন অর রশীদ (মোটরসাইকেল)। অনুষ্ঠানে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি জণগণের সামনে তুলে ধরেন।

সনাক ঝিনাইদহের সভাপতি শরিফাতুন নেছা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী, সাবেক অধ্যক্ষ এনএম শাহজালাল, মহব্বত হোসেন টিপু ও মজিবর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীরা বলেন, তারা নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান।