ডিঙ্গেদহ প্রতিনিধি: বাড়ির জমিতে পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা সদরের সুবদিয়া গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে আছের আলীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিবেশী মৃত দেছের আলীর ছেলে ছাত্তার আলী ও তার লোকজন। আছের আলী জানান, ঘরের পেছনে তার নিজের জমিতে প্রতিবেশী ছাত্তার আলী পাঁচিল নির্মাণ করতে গেলে আছের আলী চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে ছাত্তার আলী ও তার লোকজন লাঠি ও ইট ছুঁড়ে আছের আলীর বাড়িতে হামলা চালায়। এতে আছের আলী আহত হন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।