টিপ্পনী

 

খবর: (নাগদাহ-সরিষাডাঙ্গা ওয়াপদার জমি কেটে বালি বিক্রি)

 

ফালি ফালি বালি কেটে

ডালি ডালি খালি খাও,

হালি হালি তালি মেরে

পালি পালি গালি খাও।

 

পাকা পাকা কাকা বাবু

ফাঁকা ফাঁকা খাঁখাঁ ভাই,

আঁকাবাঁকা চাকা ঠেলে

ঝাঁকা ঝাঁকা টাকা পায়।

 

হাঁড়ি হাঁড়ি তাড়ি খেয়ে

কাড়ি কাড়ি নাড়ি হয়,

ধাড়ি ধাড়ি আড়ি পেতে

শাড়ি গাড়ি বাড়ি হয়।

 

-আহাদ আলী মোল্লা