মাথাভাঙ্গা মনিটর: হ্রদের অপর পাশ থেকে পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবিতে পিকনিক দলের ১২ জন ডুবে নিহত হয়েছেন এবং আরো ২১ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ নারী ও দু শিশু রয়েছে। গত রোববার সন্ধ্যায় উড়িষ্যার সম্বলপুর জেলার হীরাকুদ হ্রদে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকাটিতে ১শ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অতিরিক্ত যাত্রীর ভারে নৌকাটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা আমিতাভ পাণ্ডে বলেন, হ্রদে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ১শ জন লোক ছিলো বলে লোকজন জানিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে সাধারণ লোকজন জানিয়েছেন, উদ্ধারকারী দল হ্রদটি থেকে এ পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধার করা মৃতদেহগুলো সম্বলপুর জেলা হাসপাতাল ও স্থানীয় ভিএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকাজে উড়িষ্যার ওডিআরএএফ, দমকল, পুলিশ ও স্থানীয় ডুবুরিরা নিয়োজিত আছেন। লায়ন্স ক্লাবের সম্বলপুর, হীরাকুদ ও বারগারাহ এলাকার সদস্যরা পিকনিকটির আয়োজন করেছিলো।