স্টাফ রিপোর্টার: বরিশালে ৱ্যাবের সাথে ক্রসফায়ারে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ আট বাহিনীর সদস্য পানামা ফারুক (৪৬) নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর চকেরপোল এলাকায় এই ঘটনা ঘটে। ৱ্যাব-৮ জানিয়েছে, গতকাল সোমবার ভোর ছয়টার দিকে ঢাকা থেকে বরিশালে ফেরেন ফারুক। সাড়ে ছয়টার দিকে নগরের চকেরপোল এলাকায় পৌঁছুলে ৱ্যাবের সাথে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ফারুকের বাড়ি বরিশালের বাজার রোডে। পুলিশ জানিয়েছে, ফারুকের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বরিশালের স্থানীয় সন্ত্রাসী গ্রুপ আট বাহিনীর অন্যতম সদস্য ছিলেন তিনি।