দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে আকন্দবাড়িয়ার আকসেদ আলীর বিরুদ্ধে। আকসেছ আলীর বিরুদ্ধে গ্রামবাসী সম্মিলিতভাবে করেছে গণস্বাক্ষর। থানায় করা হয়েছে লিখিত অভিযোগ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ায় গ্রামবাসীর উদ্যোগে ২০০০ সালের দিকে নির্মাণ করা হয় একটি মসজিদ। মসজিদ নির্মাণ হলেও মসজিদে যাতায়াতের কোনো পথ ছিলোনা। ফলে খাস জমির ওপর দিয়ে মসজিদে যাতায়াতের রাস্তা নির্মাণ করেন মুসল্লিরা। সড়ক নির্মাণের পর থেকেই গ্রামের ওসমান আলীর ছেলে আকসেদ আলী ওই সড়ক দখল করে গাছ রোপণ করেন। কেউ যাতে যাতায়াত করতে না পারে সেজন্য বারবার বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়। আকসেদ আলী প্রভাবশালী হওয়ায় এতোদিন কেউ প্রতিবাদ না করলেও অবশেষে ফুঁসে উঠেছে গ্রামবাসী। আকসেদ আলীর শাস্তির দাবি ও রাস্তা অবমুক্ত করণের লক্ষ্যে করা হয়েছে গণস্বাক্ষর। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর থানায় আকসেদ আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।