হরিণাকুণ্ডু প্রতিনিধি: পুলিশকে রাজনৈতিক নেতা-কর্মীদের আজ্ঞাবহ না হয়ে জনগণের আস্থাভাজন বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে ইউএনও আশরাফুল আমীনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমলূক কার্যক্রম ও উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক শফিকুল ইসলাম এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার ও হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মশিউর রহমান জোয়ার্দ্দার ও চেয়ারম্যান ফজলুর রহমানসহ এ সভায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন- হরিণাকু-ুতে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম ।