গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের তৃণমূলের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে দলীয় একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল। গাংনী উপজেলা মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল। মকলেছুর রহমান মুকুল পেয়েছেন ১৯৩ ভোট এবং অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন পেয়েছেন ১১০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন। তিনি পেয়েছেন ২১০ ভোট। অপর প্রার্থী আবুল কালাম ৯৪ ভোট পেয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য, ৯টি ইউনিয়ন ও ১৩৭টি গ্রাম আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, পৌরসভা ও পৌরসভার ৯টি ওয়ার্ড সভাপতি সম্পাদক এবং গাংনীর বাসিন্দা জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ ভোটার ছিলেন। মোট ৩৬০টির মধ্যে পোল হয়েছে ৩০৪টি। তবে সকল প্রার্থী দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারপরও চেয়ারম্যান পদে একক প্রার্থী হচ্ছে না। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন গতকাল দুপুরে তৃণমূলের ভোট বর্জন করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী সাহিদুজ্জামান খোকন, শহিদুল ইসলাম শাহ ও ভাইস চেয়ারম্যান পদে আবুল কালাম প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গতকাল দুপুর ১টার দিকে ভোট প্রক্রিয়া শুরু হয়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম মোজাম্মেল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আসকার আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও পৌর মেয়র আহম্মেদ আলীসহ সকল প্রার্থী। অনুষ্ঠান সঞ্চালন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল।