দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাতিভাঙ্গার ছাত্তার মেম্বারকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত রোববার রাত দেড়টার দিকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাঁশবাগানের মধ্যে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ছাত্তারের ছেলে হাসান বাদী হয়ে একই গ্রামের মৃত মেহেরউল্লাহ মাস্টারের ছেলে নজরুল ওরফে বাদলসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি অভিযোগ করেছে।