আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গত রোববার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে স্টেশনপাড়ার রুবেলের স্ত্রী মাদকমামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলেয়া খাতুন আলো ও একই পাড়ার আব্দুস সামাদের স্ত্রী মাদকমামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাঠি খাতুনকে গ্রেফতার করেছে। অপর এক অভিযানে বিভিন্ন মামলার ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গোয়ালবাড়ি গ্রামের মৃত মহর আলীর ছেলে রাকিবুল, হাটুভাঙ্গা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর ওরফে কটা, হারদী থানাপাড়ার লাল চাঁদ আলীর ছেলে নওয়াব আলী ও ছয়ঘরিয়া গ্রামের বৃন্দাবনপাড়ার বিমল সরকারের ছেলে শ্রী সুজন কুমার সরকারকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে গতকালই আদালতে সোর্পদ করা হয়েছে।