আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার বিএনপি একাংশের নিবার্চনী কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি। আসন্ন উপজেলা নিবার্চনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের বিএনপির একক প্রার্থী নিবার্চন সম্পর্কে আলোচনা করা হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় নিবাচনী কর্মীসমাবেশ। থানা বিএনপির সভাপতি মজিবার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য জেলা বিএনপি একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন বিএনপির নেতাকর্মীরা তা মেনে নিতে বাধ্য থাকবেন। যদি দলীয় কোনো বিদ্রোহী প্রার্থী দলকে অমান্য নিবার্চনে দাঁড়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। দলীয় স্বার্থ রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহসভাপতি পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি দফতর সম্পাদক আলাউদ্দিন সামসুজ্জামান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মানি খন্দকার, জেলা বিএনপির যুগ্মসম্পাদক পল্টু, সাবেক ছাত্রদল নেতা খোকন, জেলা যুবদলের আহ্বায়ক খালেদ মাহমুদ মিল্টন, উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দীন নান্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন লাড্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, সদর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি মান্নান, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, জেহালা ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান বকুল, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ফজলুল হক সামিম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মধু প্রমুখ।