আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি-কেদারনগর গ্রামের রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের সংবাদ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হলে নিম্নমাণের নির্মাণসামগ্রী রাস্তা থেকে তুলে নেয়া হয়েছে।
জানা গেছে, বেশ কিছুদিন আগে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি-কেদারনগর গ্রামের রাস্তা পাকাকরণ কাজ শুরু করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি এলজিইডি’র তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি এলাকাবাসী আমাইট দিয়ে রাস্তা পাকাকরণকাজ করার অভিযোগ তুলে তা বন্ধ করে দাবি তোলে। এ দাবির প্রেক্ষিতে উপজেলা এলজিইডির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ ওই পাকাকরণ কাজ দেখতে যান। সে সময় তিনি আমাইট খোয়া দিয়ে রাস্তা নির্মাণকাজ দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন ও কাজ বন্ধ করার নির্দেশ দেন।
উপজেলা প্রকৌশলি সুপ্রিয় ব্যানার্জি জানিয়েছিলেন, ইতোমধ্যে তিনি কাজ বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি নির্মাণ সামগ্রী ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানোর কথাও বলেন। সে সময়ে তিনি কাজের মানের ক্ষেত্রে কোনো আপোশ করা হবে না বলেও উল্লেখ করেন।