চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে খড়ি পাড়তে গিয়ে পা ফসকে বিপত্তি

কেরুজ আখ পরিবহন ট্রলির করুণদশা : যেখানে সেখানে ফাটছে চাকা

 

ঘরের ছাদ থেকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছি গ্রামের গৃহবধূ শাহানাজ বেগম ঘরের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। অসাবধানতাবশত ঘরের ছাদ থেকে তিনি শানের ওপর পড়ে গেলে তার মর্মান্তিক মৃত্যু হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ার হাতেম আলীর স্ত্রী এক সন্তানের জননী শাহানাজ বেগম (৪০) বিকেলে ঘরের ছাদে ওঠেন আমের খড়ি পাড়তে। এ সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচে পড়ে। নিচের শানের ওপর পড়ে গেলে তার মাথা থেঁতলে যায়। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শাহানাজ বেগমের লাশ আজ সোমবার সকাল ১০টায় দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।