মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত এক গাঁজা ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের আদেশে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার মানারুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে (২৫) বিশ পুরিয়া গাঁজাসহ মেহেরপুর শোলমারী গ্রাম থেকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন।