আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গতকাল ১৬ দলের মেয়র গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব ও আর জি ক্লাব রাধিকাগঞ্জ অংশগ্রহণ করে। পৌর কাউন্সিলর কাজী আলী আজগর ছাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খেলার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মীর মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল, বণিক সমিতির সভাপতি আবু তালেব মিয়া, বিএনপি নেতা মোসারেফ হোসেন, আবু হেনা, কাউন্সিলর দীনেশ কুমার, সাবেক কাউন্সিলর আ. রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, মনিরুজ্জামান, পৌর বিএপির সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, তৌহিদ রানা। খেলাটির ধারা বিবরণ দেন মোজাম্মেল হক তোতা, স্কোরের দায়িত্বে ছিলেন রানা।