মাথাভাঙ্গা মনিটর: কোলকাতা মোহনবাগানকে ০-১ গোলে হারিয়ো আইএফএ শিল্ডের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বিকেলে কোলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে হাইতিয়ান ফরোয়ার্ড সনি নরদের গোলে তারা এ জয় পায়। এর আগের ম্যাচে সিকিম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ছিলো শেখ জামাল। টানা দু জয়ের ফলে ‘বি’ গ্রুপ রানারআপ হয়ে কোলকাতা মোহামেডানের সঙ্গী ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। আগামী ১১ ফের্রুয়ারি ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের সাথে সেমিফাইনাল খেলবে সনি, মামুনুরা।