মাথাভাঙ্গা মনিটর: ঢাকায় প্রথম শোচনীয় হারের পর দু ইনিংসেই ব্যাটসম্যানদের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ বাঁচাতে পারলেও সিরিজ হার এড়ানো যায়নি। মিরপুর টেস্ট ইনিংস ও ২৪৮ রানে জেতায় দু ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। গতকাল শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ১২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। কারণ জয়ের লক্ষ্য ছিলো ৪৬৭ রান। বাংলাদেশের কোচ শেন জার্গেনসেন, ম্যাচ বাঁচাতে শিষ্যদের একাগ্র ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছিলেন, শিষ্যরা কথা শুনেছে। ম্যাচ ও সিরিজ সেরা: কুমার সাঙ্গাকারা।