আলমডাঙ্গা ব্যুরো: গতকাল শনিবার আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ শহিদুল নামে একজনকে ও ইয়ারুল নামে এক পানচোরকে আটক করেছেন।
জানা গেছে, গতকাল শনিবার আলমডাঙ্গা থানার এএসআই মেজবা বণ্ডবিল এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ হাউসপুর গ্রামের নেকবার আলীর ছেলে শহিদুল ইসলাম কুড়িকে গ্রেফতার করে। অপরদিকে এসআই টিপু সুলতান বণ্ডবিল গ্রামে অভিযান চালিয়ে গড়চাপড়া গ্রামের আজগার আলী মণ্ডলের ছেলে ইয়ারুলকে পানচুরির অভিযোগে বণ্ডবিল গ্রাম থেকে গ্রেফতার করে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে।