মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন ও রাশিয়ার পর এবার জাপানের বিপুল অঞ্চল তুষারপাতের কবলে পড়েছে। দেশটির রাজধানী টোকিও ছাড়াও বিভিন্ন এলাকায় গতকাল শনিবার ব্যাপক তুষারপাতে ২ জনের মৃত্যু হয়েছে ও ৮৯ জন আহত হয়েছে। এছাড়া প্রায় ৬শ’র বেশি ফ্লাইট বাতিল এবং অনেক ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। এদিকে আবহাওয়া সংস্থা রাজধানীতে প্রচণ্ড তুষার ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেখানে তুষারপাত সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৮৯ জন আহত হয়েছে। আবহাওয়া সংস্থা জানায়, টোকিওতে গতকাল শনিবার সকালে প্রায় চার সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়। এর ফলে জাপানের পূর্বাঞ্চলে দ্রুত তাপমাত্রার অবনতি ঘটছে। টোকিওর গিনজা এলাকার বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর টেলিভিশনের ভিডিও ফুটেজে কর্মচারীদের তাদের দোকানের সামনে স্তুপ হয়ে পড়ে থাকা বরফ দ্রুত সরিয়ে ফেলতে দেখা যায়। এছাড়া তুষারপাতের কারণে বিভিন্ন ফ্লাইট বাতিল করায় টোকিওর হেনাদা বিমানবন্দরে শ শ যাত্রীকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিকেটের টাকা ফেরত নিতে বা ফ্লাইট পরিবর্তন করতে দেখা যায়। আবহাওয়া সংস্থা টোকিওতে প্রচণ্ড তুষারপাতের সতর্কতা জারি করেছে। বিগত ১৩ বছরের মধ্যে এই প্রথম রাজধানীতে এতো ভয়াবহ তুষারপাতের সতর্কতা জারি করা হলো। আবহাওয়া সংস্থার এ সতর্কবার্তায় একান্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে না যেতে বলা হয়েছে। রানওয়ে থেকে বরফ সরানোর কাজ চলায় জাপানের পশ্চিমাঞ্চলীয় হিরোশিমা ও কাগাওয়া নগরীর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।