মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলা, ভোটকেন্দ্র পোড়ানো, সরকারি কাজে বাধাদানের অভিযোগে উপজেলার সামন্তা গ্রাম থেকে আলী কদরের ছেলে মিজানুর রহমান (৩৭), আবু জাফরের ছেলে নাঈম হোসেন (১৮) ও ইসমাইল হোসেনের ছেলে হায়দার আলী (২১) এবং পদ্মপুকুর গ্রামের জুলফিক্কার আলীর ছেলে খাইরুল ইসলাম (৪০), বাগদার আইট গ্রামের রাহেন উদ্দীনের ছেলে সাইদুর রহমান (৩৮) ও গোপালপুরের খলিলুর রহমানের ছেলে মনির হোসেনকে (৬৫) পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।