স্টাফ রিপোর্টার: শিশুপুত্রের মুখে মদ দেয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে জখম করেছে পাষণ্ড স্বামী চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের আব্দুল আজিজ। জখম স্ত্রী রিক্তা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুটি দাঁত ভেঙে গেছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
হাসাপাতালে চিকিৎসাধীন রিক্তা খাতুন (৩০) ও তার মা নিলুফা বেগম অভিযোগ করে বলেন, আব্দুল আজিজ একজন মাতাল। সে বাড়িতে বসেই শনিবার বিকেলে মদ খাচ্ছিলো। সেই ফাঁকে তার ৩ বছর বয়সী শিশুপুত্র জুনায়েদকেও মদ খাওয়ায়। এতে জুনায়েদ টলকাতে থাকে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে স্ত্রী রিক্তা খাতুনের মুখে লাঠি দিয়ে আঘাত করে। এতে তার দুটি দাঁত ভেঙে যায়। এ সময় শাশুড়ি নিলুফা বেগম এগিয়ে গেলে তাকেও মারধর করে আজিজ।