স্টাফ রিপোর্টার: স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে নিজহাতে নিজের অঙ্গ কেটে ফেলেছেন লিটন মিয়া নামের এক যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানীর হাজারীবাগের বউবাজার বস্তিতে। লিটনের স্বজনেরা জানান, দিনমজুর পেশাদার লিটন ও তার স্ত্রী হালিমা বেগম ধানমন্ডি শিকদার মেডিকেলের পেছনে বউবাজার বস্তিতে থাকেন। তিনি পেশায় একজন ঠেলাগাড়িচালক। হালিমা ও লিটনের গ্রামের বাড়ি ময়মনসিংহের একই এলাকায়। দু বছর আগে লিটন গাজীপুরের টঙ্গীতে অবস্থানকালে হালিমাকে বিয়ে করেন। এরপরই নানা বিষয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হয়। প্রথমদিকে প্রতিবেশীরা স্বামী-স্ত্রীর ঝগড়া-বিবাদ মেটাতে এগিয়ে আসতেন। শনিবার সকালে কাজের সন্ধানে বস্তিঘর থেকে ঠেলাগাড়ি নিয়ে বের হচ্ছিলেন লিটন। এ সময় হালিমা তার স্বামীকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। এ সময় স্ত্রীর ওপর অভিমান করে ধারালো ছুরি দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন লিটন।