জীবননগর ব্যুরো: গতকাল শুক্রবার রাতে জীবননগর শহরের মুন্সী মার্কেট প্রাঙ্গণে মুন্সী মটরস দ্বৈত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইলে মুন্সী খোকন-পলাশ জুটি ২-০ সেটে বিদ্যুৎ-সবুর জুটিকে এবং ইসা–শাহিন জুটি ২-০ সেটে শ্যামল-মিঠু জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে মুন্সী খোকন-পলাশ জুটি ২-০ সেটে ইসা-শাহিন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন জিএ জাহিদুল ইসলাম বাবু ও আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ জুটির হাতে পুরস্কার তুলে দেন। মহেশপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসার আশাবুল হক, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর বাবু, আদর্শ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক মুন্সী আব্দুল হালিম লাল্টু, জীবননগর কেন্দ্রীয় ঈদগা কমিটির সাধারণ সম্পাদক আ. সালাম ইসা, গ্রামীণফোনের কর্মকর্তা দৌলা ও পৌরসভার হিসাবরক্ষক আ.ন.ম. মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক জাহিদ জীবন।