গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের কৃষক নতু মিয়ার বাড়ির গেটে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বিকট শব্দে বিস্ফোরিত হয়। ডাকাত হানা দিয়েছে ভেবে গ্রামের লোকজন প্রতিরোধ করতে নতুর বাড়ির কাছে জড়ো হয়। তবে কাউকে খুঁজে পায়নি গ্রামের মানুষ। তবে কি কারণে হামলা তা নিশ্চিত হতে পারছেন না কেউ।