মাথাভাঙ্গা মনিটর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ২ হাজার পাউন্ড (৯শ কিলোগ্রাম) ওজনের একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে হংকং পুলিশ। গত বৃহস্পতিবার শহরের হ্যাপি ভ্যালি জেলার একটি নির্মাণ অঞ্চলে বোমাটি পাওয়া যায়। এরপর দু হাজারের বেশি মানুষকে ওই অঞ্চলে থেকে দ্রুত সরিয়ে নেয়া হয়।
এটি বিস্ফোরিত হলে ১০ মিটার ব্যাসার্ধের অঞ্চলে ধ্বংসযজ্ঞ সৃষ্টি হত বলে জানিয়েছেন বোমা নিস্ক্রিয়করণ দলের কর্মকর্তারা। এর আগেও হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কয়েকটি বোমার সন্ধান মিলেছে। তবে এবার পাওয়া এন-এম৬৬ বোমাটি এযাবতকালে উদ্ধার হওয়া বোমাগুলোর মধ্যে সবচেয়ে বড়। এক হাজার পাউন্ড (৪৫০ কেজি) বিস্ফোরক দিয়ে বোমাটি তৈরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বোমাটি নিক্ষেপ করে বলে ধারণা করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ কর্মকর্তা জিমি ইয়েন বলেন, ভেতরে বিস্ফোরক বেশি থাকায় এবং কারিগরি সমস্যার কারণে বোমাটি অকেজো করতে বেশ সময় লেগেছে।