কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও হাবিবুর রশিদ হাবিবসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও ক্রসফায়ারের নামে হত্যা বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা কোর্টমোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্টমোড়ে এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহাজাহান খান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি একাংশের সভাপতি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। তিনি বলেন বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে এবং খুন, গুম ও ক্রসফায়ারের নামে বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা করে দমানোর চেষ্টা চালাচ্ছে। তিনি তার নিন্দা ও প্রতিবাদ জানান। বিশেষ অতিথি ছিলেন দপ্তর সম্পাদক আবু আলা সামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রউফুন নাহার রীনা, যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, মাসুদল হক মাসুদ, ইমরান মহলদার রিন্টু, ওয়ালিদ হাসান প্রমুখ।-প্রেসবিজ্ঞপ্তি