আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাদরাসাপাড়ার টুটুলের বাড়িতে চুরি মামলার আসামি রফিকুল ইসলাম ও মারামারি মামলার আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার পারকুলা গ্রামের আলী আকবারের ছেলে রফিকুল ইসলাম (২৮) গত কয়েক মাস আগে মাদরাসাপাড়ার টুটুলের বাড়িতে রাতে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়। রফিকুল ওই চুরি মামলার অন্যতম আসামি। দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর গতপরশু রাতে এসআই টিপু সুলতান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। অপর এক অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি বড় পুটিমারী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে রাজ্জাককে (৪৫) গ্রেফতার করে। তাদের দুজনকেই গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।