দামুড়হুদা প্রতিনিধি: ভারতে কারাভোগ শেষে ৯ বাংলাদেশিকে দর্শনা সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে বিএসএফ এ ঘটনা ঘটিয়েছে। বিজিবি সদস্যরা অবশ্য বসে থাকেননি। তারা পুশব্যাক ৯ জনকে আটক করে। তাদের দামুড়হুদা থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ গতকালই এদেরকে আদালতে সোপর্দ করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, ভারতে কারাভোগ শেষ হলে ৯ জনকে যথাযথভাবে (পতাকা বৈঠককের মাধ্যমে) বাংলাদেশে ফেরত না পাঠিয়ে বিএসএফ তাদের দর্শনা সীমাস্তের ৭৬ নম্বর মেন পিলার দিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় সেখানে কর্মরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন- খুলনা জেলার দিঘিলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের মহাম্মদ শেখের ছেলে খোজা শেখ (৩০), জুংগশিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে দ্বীন ইসলাম মোল্লা (৪২), মান্দার শেখের ছেলে ফারুক শেখ (২৮), জাফরান শেখের ছেলে নাহিদ (২০), তেরখাদা উপজেলার বারসাত গ্রামের মোজাহার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (২৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার বমবাগ গ্রামের ওয়াদুদ মোল্লার ছেলে রমজান মিয়া (২৫), আফজাল মোল্লার ছেলে রাজা মোল্লা (২২), আনিছ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাকিন মোল্লা (২২), সাতক্ষীরা জেলার সদর উপজেলার ইন্দ্রিরা গ্রামের আ. সাত্তারের ছেলে হাবিবুল্লাহ (২০)।
লে. কর্নেল এসএম মনিরুজ্জামান আরও জানান, আটককৃতরা যশোর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং দু মাস কাজ করার পর মুম্বাই পুলিশের হাতে আটক হয়। দু মাস সাতদিন সাজাভোগ ততা কারাভোগ শেষে বৃহস্পতিবার সেখান থেকে মুক্তি পায়। সীমান্ত থেকে বিজিবির হাতে ধরাপড়া ৯ জনের নিকট থেকে এ তথ্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিজিবি বেলা ১১টার দিকে পাসপোর্ট আইনে মামলাসহ এদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। পুলিশ গতকালই তাদের আদালতে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, বিজ্ঞ আদালত ৯ জনকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।