আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাছবাজারে গতপরশু বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ ৩৪ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামার আগুনে পুড়ে গেছে।
জানা গেছে, আলমডাঙ্গার মাছবাজারের মৃত লতিফ মোল্লার ছেলে আজিবার মোল্লা দীর্ঘদিন ধরে মাছবাজারে মুদি দোকানের দিয়ে ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় গতপরশু রাতে তিনি দোকানঘর বন্ধ করে বাড়ি চলে যান। গত বুধবার রাত ৩টার দিকে হঠাত করে দোকানের ভেতর আগুন ধরে যায়। প্রাথমিকভাবে স্থানীয় পাহারাদাররা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সাভির্সের লোকজন আসার আগেই দোকানে থাকা নগদ ৩৪ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়।