জীবননগর ব্যুরো: ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চুয়াডাঙ্গা-২ আসনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে হাসাদাহ ও বাঁকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজগার টগরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সংসদ সদস্য আলী আজগার টগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়েশা সুলতানা লাকিকে সাথে নিয়ে বকুণ্ডিয়া, কাঁটাপোল, পুরন্দপুর, মাধবপুর, হাসাদাহ, পনেরশতিপাড়া, বৈদ্যনাথপুর, শ্রীরামপুর, করিমপুর, তারনিবাস ও কন্দবপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান, যুগ্মসাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান, মীর মখলেছুর রহমান টজো, রবিউল হক বিশ্বাস, জসিমউদ্দীন জালাল, হাবিবুর রহমান হবি বিশ্বাস, আলম বিশ্বাস, যুবলীগ নেতা আব্দুস সালাম ঈসা, শামীম ফেরদৌস, শামসুর হমান চঞ্চল, শহিদুল হক, শামিম সরোয়ার, ছোট বাবু, নান্নু, ইন্তা, তরিকুল ইসলাম, আতিকুর ইসলাম, শরীফুল ইসলাম, খায়রুল বাসার শিল্পু, ছাত্রলীগ নেতা আকিমুল ইসলাম, শোয়েব আহম্মদ অঞ্জন, ওয়াসিম রেজা, রুবেল রানা প্রমুখ।