জামজামি প্রতিনিধি: ঝিনাইদহ হরিণাকুণ্ডুর জোড়াদহ বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় অজ্ঞাত দুষ্কৃতিচক্র বোমা নিক্ষেপ করেছে। বোমাটি ব্যাংকের দ্বিতল ভবনের জানালায় লেগে বিকট শব্দে বিস্ফোরিত হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারা এবং কেন বোমা নিক্ষেপ করেছে এ প্রশ্নের স্পষ্ট জবাব না মিলেও স্থানীয়দের ধারণা, এলাকায় নতুন করে গজে ওঠা গ্যাংগ্রুপ আতঙ্ক সৃষ্টির জন্যই ব্যাংক ভবনে বোমা হামলা চালিয়েছে।
জানা গেছে, ঝিনাইদহ হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়নের জোড়াদহ বাজারে রয়েছে গ্রামীণ ব্যাংক জোড়াদহ শাখা। ব্যবসায়ীমহল জানান, পরশু বুধবার রাত সাড়ে ৯টার দিকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। বিস্ফোরিত বোমার ধোঁয়া বারুদের গন্ধ ছড়ায়।