স্টাফ রিপোটার: জীবননগর খয়েরহুদার আ.লীগ নেতা আজম হোসেন আর নেই (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
পারিবারিকসূত্রে জানা গেছে, আ.লীগ নেতা আজম হোসেন (৬৫) দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি-ভাইরাজ জনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে তাকে খুলনা জহুরা মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। সম্প্রতি চিকিৎসা শেষে আনা হয় বাড়িতে। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার রাতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার আজম হোসেনের লাশ দেখতে তার বাড়িতে যান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমানসহ আ.লীগের নেতাকর্মীরা। এছাড়াও জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল হক মালিক আজম হোসেনের বাড়িতে যান। এমপি টগরসহ নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকালই বেলা ১১টার দিকে পারিবারিক গোরস্তানে আজম হোসেনের দাফন সম্পন্ন করা হয়।