আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় গতকাল উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরশাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লা আল মামুন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, শিক্ষা কমিটির সদস্য আহসান উল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সেক্রেটারি আরশাফুল আলম। সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দীন ও নূর ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার শাজাহান রেজা, সহকারী শিক্ষা অফিসার শামসুজ্জোহা , রিজভি, হাসান সাজিদ, শওকত, সজল, সোহেল, মজিদ, মামুনুজ্জামান, তবিবুর রহমান, আনিচুজ্জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক। ১৩৪টি সরকারি বিদ্যালয় ইউনিয়ন ভিত্তিক খেলায় বিজয়ীরা গতকাল আলমডাঙ্গা বড় ফুটবলমাঠে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে।