মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় প্রতিষ্ঠান চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আ.লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম। প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে মোট ৯৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। বিকেলে খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।