শিপলু জামান: ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় জৈব কৃষক সমবায় সমিতির আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপি নিয়ামতপুর ইউনিয়নের ফরাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অর্গানিক শস্য ও পিঠা মেলার আয়োজন করা হয়। ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা এ মেলার সহযোগিতা করে। মেলার উদ্বোধনী ও কালীগঞ্জের ৬ জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তিথি রানী বিশ্বাস। ৪নং নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম, কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. নুরুল ইসলাম, ফরাসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিপ্তী কুমার বিশ্বাস, ইউপি সদস্য আব্দুর সবুর, নুরুল ইসলাম, মতিয়ার রহমান। অনুষ্ঠানে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৩ জন নারী ও ৩ জন পুরুষ কৃষক-কৃষাণীকে পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন- মোস্তবাপুর গ্রামের মনোয়ারা বেগম, মহেশ্বরচাদা গ্রামের হেলাল উদ্দিন, বলরামপুর গ্রামের সামছুল ইসলাম, দাপনা গ্রামের রেবেকা খাতুন, বলাকান্দর গ্রামের হাজেরা বেগম ও মল্লিকপুর গ্রামের আসাদুল ইসলাম। পুরস্কারের মধ্যে ছিলো প্রত্যেকের ১০ হাজার টাকার চেক, সার্টিফিকেট ও ক্রেস্ট। মেলায় ২০টি পুরুষ ও নারী সংগঠনের সদস্যরা বিভিন্ন ধরনের পিঠার পসরা নিয়ে স্টলে পরিদর্শন করে।