জীবননগর ব্যুরো: এমপি আলী আজগার টগরকে জীবননগর থানা পাইলট বালিকা বিদ্যালয়ের পক্ষে থকে সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। একই সাথে এমপি আলী আজগার টগরকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। বিশেষ অতিথি ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া, জীবননগর ডিগ্রি কলেজের উপধ্যক্ষ মুন্সি নজরুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ অমল, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর হমান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খাঁন, শিক্ষক আমেনা খাতুন, বিদায়ী ছাত্রী সুমাইয়া বিনতে হাকিম, দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার ও সাদিয়া আফরিন আখি। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক। উপস্থিত ছিলেন- উথলী ইউপি চেয়ারম্যান মো. শরিফউদ্দীন, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন, জীবননগর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আয়েশা সুলতানা লাকি, জীবননগর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, শামসুর হমান চঞ্চল, সোয়েব আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ২২ জন ছাত্রী ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতিন। পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লা, জাহিদ আলী, ইমদাদুল হক, ডা. হাফিজুর রহমান, মোফাজ্জেল হক, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার, খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসারেফ হোসেন, (অব.) শিক্ষক শঙ্কর কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোসারফ হোসেন ।
অপরদিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। গতকাল সাকাল ১১টায় মাদরাসা সুপার আব্দুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা হাজি মজিবর রহমান, (অব.) শিক্ষক সুরত আলী, সহসুপার মোস্তাফিজুর রহমান, শিক্ষক মোখলেচুর রহমান লিটন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মাজহারুল ইসলাম।
মোমিনপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রী নবীনদের বরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাবিদ খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক নূর মোহাম্মদ, মেম্বার মিজানুর রহমান, হাসেম আলী প্রমুখ। সহকারী শিক্ষক ইমাম হাসান ও একেএম মাসদ পারভেজের উপস্থাপনায় বক্তব্য রাখেন- শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক ইমাম হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক নুর মোহাম্মদ প্রমুখ।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও সহকারী প্রধান শিক্ষক ইস্পিয়ারা খাতুনসহ শিক্ষকবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন ডা. আফছার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুব ইসলাম সেলিম, যুবলীগ নেতা টুটুল, সহকারী প্রধান শিক্ষক ইস্পিয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, আসরাফ উদ্দিন, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক তাইজুল ইসলাম, আনুয়ারা বেগম, জাফর সাদিক, হামিদুল হক, জান্নাতুল ফেরদৌস, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান, রতন আলী প্রমুখ। পরিচালনা করেন বিদ্যালয়ে শিক্ষক বেলাল হোসেন ও শফিউদ্দিন। একই সময় আলমডাঙ্গার চিৎলার সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় উপলক্ষে সাংস্কৃতিক আনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণিমা রাণী সাহা, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, মুন্সিগঞ্জ একাডেমীর প্রধান শিক্ষক আতিয়ার রহমান, আলমডাঙ্গা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, হারদী মীর শামসুদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর। উপস্থিত ছিলেন- ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমান, পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, আইলহাস লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজেল হোসেন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আলম লাবু, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মাদরাসা সুপার আব্দুল লতিফ প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার হারদী মীর সামসুদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পলীক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মানপত্র পাঠ করে বিদ্যালয়ের ছাত্রী যমুনা খাতুন, মাহফুজা খাতু ও ছাত্র এসএম হামীম। হারদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজেক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু। বক্তব্য রাখেন- আশিকুজ্জামান ওল্টু। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, শামীম আরা, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামাদ মেম্বার, সম্পাদক আইনাল হক, ম্যানেজিং কমিটির সদস্য আজিম উদ্দিন, সাইফুর রহমান, আফরোজা খাতুন, বিদায়ী শিক্ষক সোহরাব উদ্দিন। শিক্ষক ওমর খৈয়াম ও নজরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন- শিক্ষক হাফিজুর রহমান, রেজাউল হক, মহিদুর হক, শহীদুল্লাহ খান, আ. ওহাব, আ. সাত্তার, আখতারুজ্জামান, রুশিয়া খাতুন, নাজনীন বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ইয়াকুব আলী ও সোরাব উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল আলম রান্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাজি কুতুব উদ্দিন, হাজি আ. মোত্তালিব, মাহাতাব উদ্দিন, ইউনিয়ন আ.লীগ সভাপতি রেজাউল হক, শিক্ষক রবিউল হক, সভাপতি শাহাবুদ্দিন, আ.লীগ নেতা সাইফুল ইসলাম ও আ. বারি। বিদায়ী ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখে- দশম শ্রেণির শিক্ষার্থী মিকাইল, পিয়াস ও মহুয়া। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে- পলাশ ও দিপু। উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান, মিজানুর রহমান, বাবলুর রহমান, গোলাম মহিউদ্দিন, আতিয়ার রহমান, শিক্ষক রেজওয়ান আমিন কাজল, মুনসুর আলী, মিজানুর রহমান, আনসার আলী, সেলিম উদ্দিন, আবু সাঈদ, শরিফুল আলম, সাইদুর রহমান সন্টু, লাখি খাতুন, রুবা ইসলাম, যুবলীগ সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খুশিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিস সহকারী গোলাম সরোয়ার নান্নু।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০টায় মাদরাসা চত্বরে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা সুপার মাও. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি সেলিম উদ্দীন বগা। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার সহসুপার জয়নাল আবেদীন, কমিটির সদস্য মাও. আব্দুস সাত্তার, আবুল বাশার, ইমতিয়ার হোসেন, হাফেজ মহাসিন আলী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও বিদায়ী ছাত্ররা বক্তব্য রাখেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (বিএ) মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি হাজি মো. ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহ্ ও অধ্যক্ষ আলহাজ মীর মো. জান্নাত আলী। উপস্থিত ছিলেন- সহকারী অধ্যক্ষ মাও. মো. আলী হোসাইন, শিক্ষক মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, আলমগীর হোসেন, হাসান আলী, মাহাতাব আলী প্রমুখ। অনুষ্ঠনটি পরিচালনা করেন দাখিল পরীক্ষার্থী সাইফুল্লাহ-আল-মামুন।
অপরদিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও দাখিল পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সভায় সভাপতিত্বে করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশার। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহ্। অপরদিকে সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (বিএ) মাদরাসার হলরুমে সভাপতিত্বে করেন অধ্যক্ষ আলহাজ মীর মো. জান্নাত আলী। প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহ্।
কুড়ুলগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে চত্বরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীন। আলোচনা করেন- পরিচালনা কমিটির সভাপতি উসমান গনি, হারুন-অর রশিদ, মিজানুর রহমান প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- কামরুজ্জামান, হাফিজুর রহমান, ফেরদৌসী খাতুন, মহিবুল্লাহ, তানভির আহম্মেদ প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীর সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত ছাত্রছাত্রীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় চত্বরে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আব্দুস সালাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা প্রকৌশলী (শিক্ষা) জহুরুল ইসলাম ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন। অনুষ্ঠানের শুরুতেই নবাগত ছাত্রছাত্রী ও অতিথিদের ফুলের তোড়া এবং ব্যাজ পরিয়ে বরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা ও কৌতুক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্রছাত্রীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাদরাসা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন আলহাজ আ. কাদের, আলহাজ সেকেন্দার আলী, আবুল কাশেম প্রমুখ। বক্তব্য রাখেন- শিক্ষক আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠান চত্বরে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সামছুর রহমান টুটুল, শেখ সোহরাওয়াদ্দী, হুমায়ূন কবির, মিজানুর রহমান ও তছলিম উদ্দীন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে- মাছুম ও মিতা। দোয়া মোনাজাতের মধ্যদিয়ে বিদায়ীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়। পরে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে।
অপরদিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের চলতি সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অধ্যক্ষ মহা. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, আব্দুল ওহাব, শিক্ষার্থী সুপ্তি প্রমুখ।
এদিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদরাসায় নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ মাহবুউল আলম। বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মাও. রফিকুল ইসলাম, মো. আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মো. শরিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা প্রকৌশলী (শিক্ষা) জহুরুল ইসলাম ও সিরাজুল ইসলাম।