বারাদী প্রতিনিধি: মেহেরপুরের বারাদী-পূর্ব মালসাদহ সড়কের বর্ষিবাড়িয়া গ্রামে কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়েছে। সড়কের ওপরে লালশাকের বীজ শুকানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ট্রাকের কেউ আহত হয়নি। তবে ভেঙে গেছের ট্রাকের বিভিন্ন অংশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, যশোর থেকে খড়িবোঝাই করে একটি ট্রাক (যার নং যশোর-ট১১-০১৬৭) গাংনীর দিকে যাচ্ছিলো। বর্শিবাড়িয়া-দিঘলকান্দি মানিকপুর কালভার্টের কাছে পৌঁছুলে সড়কের ওপরে লাল শাকের বীজ পড়ে থাকায় ট্রাকের চাকা পিছলে পড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিং ভেঙে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে বলে পুলিশসূত্রে জানা গেছে। সড়কের ওপরে লালশাকের বীজ শুকানোর কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা। তাই সড়কে লালশাক বীজ শুকানো বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছে ভুক্তভোগীসহ স্থানীয়রা।