মুজিবনগর প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে খাবার বিক্রি ও জ্বালানি তেল বিক্রি এবং মুদি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে তিন দোকান মালিকের কাছ থেকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন মহাজনপুর ও যতারপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে মহাজনপুর বাজারের মুদি ব্যবসায়ী অশোক মণ্ডলের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে মহাজনপুর বাজারের হোটেল ব্যবসায়ী মকবুল হোসেনের কাছ থেকে ৫শ টাকা এবং যতারপুর বাজারের জ্বালানি তেল বিক্রেতা আনারুল ইসলামের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষি সাব্যস্ত এ দু ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।