কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার দুর্গাপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মারামারিতে দু মহিলা রক্তাক্ত জখম হয়েছে। দামুড়হুদার কুড়লগাছি ইউনিয়নের দুর্গাপুর পশ্চিমপাড়ার ফকির মণ্ডলের ছেলে সামছুল ও তার স্ত্রী আবেদার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় প্রতিবেশী আলমগীরের স্ত্রী রেখার (১৭) সাথে। এক পর্যায়ে সামছুল ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে বেদম মারপিট শুরু করে রেখাকে। এ সময় রেখার মা রোকেয়া এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। এতে মা ও মেয়ে রক্তাক্ত জখম হয়। পরে তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রেখার স্বামী আলমগীর বাদী হয়ে আবেদা ও সামছুলের বিরুদ্ধে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।