মুশফিককে ছাড়াই টি-টোয়েন্টি দল ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম আঙ্গুলে  চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। বাংলাদেশ দলের ফিজিও বিভব সিঙের পরামর্শেই টি-টোয়েন্টি সিরিজের জন্য মুশফিককে দলের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। গতকাল বুধবার ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামেই ১২ ও ১৪ ফেব্রুয়ারি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে। বাংলাদেশ দলের  প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, আমরা মুশফিককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। প্রসঙ্গত গতবছর নভেম্বরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ডেঙ্গু জ্বরের কারণে খেলেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার ফিরেছেন তিনি। এছাড়া দু বছরের বেশি সময় পর দলে ফিরেছেন ৩৪টি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার ফরহাদ রেজা। তাছাড়া ডাক পেয়েছেন স্পিনার আরাফাত সানি, ব্যাটসম্যান সাব্বির রহমান। ফারুক বলেন, বিশ্বকাপের কথা চিন্তা করে আমরা নতুন কয়েকজনকে সুযোগ দিয়েছি। সাব্বির, আরাফাত দলে এসেছে। এ দুজনই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তারা কেমন খেলবে তা এখন  দেখার বিষয়।

এদিকে উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন ডাক পেয়েছেন মুশফিকের জায়গায়। বাংলাদেশের টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির  হোসেন, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানি, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।