খবর : (কার্পাসডাঙ্গার আত্মনির্ভরশীল ট্রাস্ট গ্রাহকদের টাকা হাতিয়ে লাপাত্তা)
পরের টাকা নিয়ে তবিল
ভরলে কেন
গোজের ভয়ে রাতারাতি
সরলে কেন?
অফিস খুলে অসৎ কামাই
ধরলে কেন
বিবেক দিয়ে আকাম কুকাম
করলে কেন?
লোকের কড়ি চোরের মতো
হরলে কেন
লোভের বশে জ্যান্ত মরা
মরলে কেন?
-আহাদ আলী মোল্লা