টিপ্পনী

 

খবর: (চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর সাথে থাকা যুবতীকে আপত্তিকর উক্তি)

কুতুর কুতুর কুকুর ছানা

ওসব বাপু করতে মানা

ফালতু কাজে থাকিস খালি

পেছনে তোর অনেক তালি।

 

যাস যেখানে নোংরা করিস

একটা ছেড়ে একটা ধরিস

চোখে মুখে জমকালো ঘোর

ইল্লতি ভাব কাটলো না তোর।

 

ঘুরঘুরি তোর বাদ দে ছোড়া

তুই হলিগে বদের গোড়া

এবার ঠিকই খাবি চাটি

গোটা জীবন হবে মাটি।

 

-আহাদ আলী মোল্লা