স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামপাড়ার আলোচিত শেরেগুল আবারও মারামারিতে জড়িয়েছেন। গতরাত সাড়ে ১০টার দিকে তিনি তার বোন ও ভগ্নিপতির সাথে মারামারিতে জড়িয়ে আহত হয়েছেন। তাকেসহ আহত তার স্ত্রী নাজেরা খাতুন ও বোন পলিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারামারির জন্য একে অপরকে দোষারোপ করেছে। পলির অভিযোগ, চোরাই সাইকেল বিক্রি করতে যাওয়ার জন্য আমার ছেলেকে শেরেগুল বাধ্য করতে চেয়েছিলো। আমি বারণ করেছিলাম বলে আমাদের ওপর চড়াও হয়। মারধর করে। অপরদিকে শেরেগুল বলেছেন, পলির ছেলে মোবাইলফোন চুরি করেছে। ফেরত চাইতে গেলে বোন ও বোনের স্বামী মাবুদ আমাদের মারধর করেছে।