মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ শহীদ রবিউল মিলনায়তন ক্লাব চত্বরে গতকাল মঙ্গলবার বিকেলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাসির উদ্দীন লাবলু, শাখা অফিসার মনিরুল ইসলাম, শহীদ রবিউল মিলনায়তন ক্লাবের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, নীলমণিগঞ্জ বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার, সেক্রেটারি মাফলুকাতুর রহমান সাজু মিয়া, মোস্তাফিজুর রহমান মাজু, সাইফুল হাসান টিপু প্রমুখ।
গোকুলখালী সোনালী ব্যাংকের উদ্যোগে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখা কার্যালয়ের উদ্যোগে চিতলা ও খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব, দুঃস্থ শীর্তাতদের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়। সোনালী ব্যাংক গোকুলখালী শাখার ব্যবস্থাপক রাজাবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন গোকুলখালী সোনালী ব্যাংক শাখার গ্রাহক প্রতিনিধি আবুবক্কর সিদ্দিক, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন প্রমুখ।