আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শাখা অফিস উদ্বোধন ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব শামিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান ডা. লায়ন মাসুদ করীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুলা খাতুন রাবেয়া, ইউপি চেয়ারম্যান দারুস সালাম ও এমএ জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু। ঝিনাইদহ জেলা কোঅর্ডিনেটর নাসিম আনসারের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা কোঅর্ডিনেটর হেলাল উদ্দিন, উপজেলা কোঅর্ডিনেটর ডা. কাউসার, থানা কোঅর্ডিনেটর শিরিন, চুয়াডাঙ্গা সদর থানার কোঅর্ডিনেটর আবুল কালাম, আ. আলিম, নিলা, সেলিম রেজা, আশাদুল হক, আশরাফুল, শেখ রিফাত, সজিবুল হক, মিন্টু আহম্মেদ, ইভানুর, হাসিবুল প্রমুখ।