স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির পক্ষে হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে অভিনন্দিত করা হয়েছে। গতকাল তিনি ঢাকায় পৌঁছুলে ঢাকাস্থ চুয়াডাঙ্গা সমিতির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ১০ম জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার বিভিন্ন সংগঠনের পক্ষে তাকে অভিনন্দিত করা হয়। গতকাল তিনি ঢাকায় ফিরলে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির পক্ষে তাকে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজী সিরাজুল ইসলাম, মির্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু, হাফিজ জোয়ার্দ্দার, আলাউদ্দীন হেলা, রওনক জাহান, রফিকুল আলম পিণ্টু, মাদু জোয়ার্দ্দার, কাজল মাহমুদ, কাওছার আলী, ডা. মাহাবুব হোসেন মেহেদী, পুনম, শিরিন, পুটু প্রমুখ।