স্টাফ রিপোর্টার: রাজধানীর গাবতলীর বাগবাড়ি এলাকায় এরফান ট্রেডার্সের ১৭ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার এ ঘটনা ঘটে। বাগবাড়ি এলাকায় অবস্থিত ইউনিলিভারের পরিবেশক এরফান ট্রেডার্সের ব্যবস্থাপক, হিসাবরক্ষক ও একজন পিয়ন ১৭ লাখ টাকা ব্যাংকে জমা রাখতে বের হয়। প্রতিষ্ঠান থেকে বের হয়ে নিকটস্থ আইএফআইসি ব্যাংকের উদ্দেশে রওনা হন তারা। ব্যাংকের পূর্ব পাশে প্রধান ফটকের কাছাকাছি গেলে রাস্তায় অবস্থান নেয়া কয়েকজন ছিনতাইকারী তাদের আক্রমণ করে টাকা নিয়ে পালিয়ে যায়।